শেরপুর সদর উপজেলার যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে পুুকুরের পানিতে ডুবে খালা-ভাগিনির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুরে বাড়ির পার্শ্বে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার যোগিনীবাগ গ্রামের আব্দুল মান্নানের মেয়ে আমেনা খাতুন (৯) তার মায়ের সাথে ঈদে বেড়াতে আসে যোগিনীমুরা নামাপাড়ার গ্রামে নানা মোজাম্মেল হকের বাড়ীতে। দুপুর সাড়ে ১২টার দিকে আমেনা তার খালা আজমিনা (৯) এর সাথে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি একপর্যায়ে বাড়ির পার্শ্বে পুকুর থেকে খালা-ভাগিনির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অভিভাবকদের সচেতনতার অভাবে প্রতি বছরই এভাবে অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটছে। তাই আমরা অভিভাবকদের সচেতন হয়ে আমাদের শিশুদের অনাকাঙ্খিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে।