শেরপুরে পুকুরের পানিতে ডুবে সোনিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সোনিয়া স্থানীয় দিনমজুর কালু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শিশু সোনিয়াকে রেখে তার মা সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিল। শিশু সোনিয়া খেলতে খেলতে এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে পুকুরে সোনিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শেরপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুলাহ আল মামুন জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।