শেরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহি পুঁথি কাব্য ‘ডাইনি মা’ এবং যৌথ কাব্য গ্রন্থ ‘অগ্নিশিখা’ এর শুভ্র প্রকাশ ও পুঁথি পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের খরমপুরস্থ গাঙচিল কার্যালয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এ পুঁথি কাব্য ও যৌখ কাব্য গ্রন্থের শুভ প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহিত্য অনুসন্ধানী কবি জ্যোতি পোদ্দার, গবেষক ও কবি আনিসুর রহমান আকন্দ, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি রাবিউল ইসলাম, ছাড়াকার আশরাফ আলী চারু, কবি হাসান শারাফত, কবি নূরুল ইসলাম নাযীফ, সাংবাদিক ও আবৃত্তিকার এ্যাডভোকেট রেদওয়ানুল হক আবীর, কবি মকবুল হোসেন, সাংবাদিক কাজি মাসুম, শারমিন আক্তার রাকা প্রমূখ।
আলোচনা সভা শেষে পুঁথি কাব্য ডাইনি মা ও যৌথ কাব্য গ্রন্থ অগ্নিশিখা’র শুভ প্রকাশ ঘোষনা করা হয়। পরে ডাইনি মা এর লেখক এমএইচ মুকুল এবং কবি রাবিউল ইসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহি পুঁথি পাঠ করেন।