শেরপুর পৌরসভার ১৫০বছর পূর্তি উপলক্ষে পৌরসভা চত্ত্বরে আজ বিকেলে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পৌর লেডিস ক্লাবের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া’র সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
পিঠা উৎসবের ২০টি স্টলে চিতই, ভাঁপা, পুলি, পাক্কন পিঠাসহ স্থানীয় ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠার সমাহারে বসে । অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা স্টল থেকে ভিন্ন নাম ও স্বাদের পিঠা কিনেন। এতে করে প্রতিটি স্টলেই ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। ভিন্ন স্বাদের বাহারী পিঠার বেচা-বিক্রিও ছিল বেশ ভালো এমন টায় জানিয়েছে বিক্রেতারা।
শেরপুর পৌরসভার ১৫০বছর পূর্তি উপলক্ষে পৌরসভা চত্ত্বরে বুধবার বিকেলে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Posted by SherpurTv ।। শেরপুর টিভি on Wednesday, February 6, 2019
নাগরিক ব্যস্ততার মাঝেও প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন অব্যাহত থাকবে। সবার অংশগ্রহনে ঐতিহ্যবাহী পিঠা উৎসব সফল হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।