শেরপুরে পিকআপ- ইজিবাইক সংর্ষষে খোকা মিয়া ও বাবর আলী নামে দুইজন নিহত ও ওই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার নৌহাটা কান্দাপাড়া এলাকায় । নিহত খোকা এবং বাবর মিয়া একই উপজেলার কান্দাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও তাতালপুর গ্রামের নেদ মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, আজ সকালে মুরগী ভর্তি একটি পিকআপ ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংর্ঘষ হয় । এসময় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সেই রাস্তা ধরে হেটে যাওয়া কৃষিশ্রমিক বাবর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খোকা মারা মিয়া নামে আরো একজন মারা যায়।
এই ঘটনায় আহত কামারেরচর এলাকার আ: ছালামের ছেলে আখতার হোসেন (৩৫),একই গ্রামের মানিক মিয়ার ছেলে নাগর আলী(৪০), বাজিতখিলা গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), তাতালপুর গ্রামের মৃত ছাবের আলীর স্ত্রী আনোয়ারা বেগমকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক পিকআপ ও ধুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।