শেরপুরে পিকনিক স্পট গজনী অবকাশ থেকে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে শাকিল (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থীর । ওই ঘটনায় ইসমাইল (১৮) ও আসাদুল্লাহ (১৭) নামে আহত হয়েছে আরো দ্ইুজন । শাকিল জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের ফজলুল কবীরের ছেলে।
পুলিশ জানায়, শাকিল ও তার দুই বন্ধু একই মোটরসাইকেল যোগে বিজয় দিবসের ছুটিতে ঝিনাইগাতী উপজেলার গজনি অবকাশ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে । পরে বেলা আড়াইটার দিকে ঘুরা শেষ করে বাড়ী ফেরার পথে একই উপজেলার দুধনই বিট অফিস সংলগ্ন এলাকায় আসলে বেপরোয়া গাড়ীর গতি থাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে । এতে করে ঘটনাস্থলেই শাকিল মারা যায়। অন্য দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । তারা বর্তমানে ওই হাসপাতালে ভর্তি রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস শেরপুর টাইমসের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।