শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আজিম উদ্দিন (৬০) নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত আজিম শেরপুর সদর উপজেলার মান্দাখালী গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির শ্যালক মোটর সাইকেলের চালক ইকবাল আহত হয়েছেন। তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে দুলাভাই আজিম ও তার শ্যালক ইকবাল পিকনিক র্স্পট গজনী ও লালচাপড়া ঘুরতে আসেন। গজনী ঘুরা শেষে দুপুর ১টার দিকে লালচাপড়া যাওয়ার পথিমধ্যে গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান সংলগ্ন স্থানে অজ্ঞাত দ্রুতগ্রামী পিকআপ ভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আরোহী আজিম নিহত হন। পরে স্থানীয়রা ইকবালকে আহত অবস্থায় উদ্ধারকে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থান্তাতর রেফার্ড করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।