প্রবল বর্ষণের ফলে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোরে ভেসে গেছে চেল্লাখালী নদীর ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা। এতে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, প্রবল বর্ষণের ফলে বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী পাহাড়ি নদী চেল্লাখালী ও ভোগাইয়ে পাহাড়ি ঢল নামে। শুক্রবার সকালে পাহাড়ি ঢলের পানির তোরে চেল্লাখালী নদীর গোল্লারপাড় নামক এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে পাকা রাস্তাটি আকস্মিক বিধ্বস্ত হয় ও নদীতে ভেসে যায়। এতে সকাল থেকেই শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজিরখামার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। উল্লেখ্য, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অনেক আগে থেকেই এ ব্রিজের এপ্রোচ সড়ক ঝুঁকিতে ছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলেও কর্তৃপক্ষ নিরব থাকায় শেষ পর্যন্ত শঙ্কা সত্যি হলো।