শেরপুরের পৃথক ঘটনায় সোমবার (৩ আগষ্ট) শিশুসহ দুইজন নিহত হয়েছে। এরা হলো পানিতে ডুবে শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নাফিজা (৪) ও বজ্রঘাতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের জিয়াউর রহমান (২০) । এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর ছিদ্দিক ও নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশু নাফিজার মৃত্যু হয়। সোমবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ঘটনাটি ঘটে। নাফিজা শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের মেয়ে। ঈদে বাবা মার সঙ্গে নানা নুর মোহাম্মদের বাড়ি বেড়াতে আসে নাফিজা। দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করার সময় সে পানিতে ডুবে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামে বজ্রঘাতে জিয়াউর রহমান (২০) নামে এক কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগষ্ট) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান ওই গ্রামের দুদু মিয়ার ছেলে ও নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের শিক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে জিয়াউর রহমান নিজেদের ক্ষেতে আমন ধানের চারা রোপন করার সময় বজ্রঘাতে গুরুতর আহত হয়। আহত জিয়াউর রহমানকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।