পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত হলো শেরপুরের প্রত্যন্ত পল্লী সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী উত্তরপাড়া গ্রাম। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সাপমারী উত্তরপাড়া গ্রামে সুইচ টিপে আলো জ্বালিয়ে ওই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাপমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম আকন্দ, পল্লী বিদ্যুতের উপ-সহকারী প্রকৌশলী আশেক মাহমুদ, সমাজসেবক আনারুল ইসলাম আয়নাল প্রমুখ। ওইসময় দলীয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই বিদ্যুতায়নে পল্লীবিদ্যুৎ সমিতির ব্যয় হয়েছে ১২ লাখ টাকা।
উল্লেখ্য, হুইপ আতিকের প্রচেষ্টায় ইতোমধ্যে সদর উপজেলার আরও ৯টি গ্রাম পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।