আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কারের মধ্যদিয়ে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
রবিবার (৫ জুন) সকালে ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ।
পরিবেশ অধিদপ্তর শেরপুরের পরিদর্শক নয়ন রায়ের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দ এ জেড মোর্শেদ আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বতর্মান পরিষদের সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর চেম্বার অব কর্মাসের সভাপতি আসাদুজ্জামান রওশন, সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভাট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সবুজ আন্দোলন’র যুগ্ম আহ্বায়ক সাবিহা জামান শাপলা, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, ডাঃ নাহিদ কামাল কেয়াসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নয় (০৯) জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।