প্রেস রিলিজ :
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে জড়িত ও তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হওয়ায় সে পলাতক থাকায় এবং সাধারণ সম্পাদক সরকার মোঃ আবু রায়হান সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে মোরাদ ১৮ আগস্ট বুধবার বিকেলে এক জরুরী সভা শেরপুর শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা কমিটি আহ্বান করে।
পরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে মোরাদ এর স্বাক্ষরিত পত্রে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক সরকার মোঃ আবু রায়হানকে বহিস্কার করেছেন।
এসময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখা ও অন্যান্য উপজেলা শাখার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।