বাসচালক জামির হোসেনের মুক্তির দাবীতে শেরপুরে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল ১১ টায় শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অনির্দিষ্ট কালের এ পরিবহন ধর্মঘট শুরু হয়।
শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে জেলা শহর থেকে সবধরণের বাস মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেয়। শেরপুর থেকে ঢাকাসহ সারাদেশ গামী দূরপাল্লার কোন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসব রুটে যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে।
উল্লেখ, ২০১১ সালের ১৩ আগস্ট শিবালয়ের শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। ওই ঘটনায় এ রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।