৫ হাজার পরিত্যাক্ত প্লাস্টিক বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করে অবাক করে দিয়ে বিডি ক্লিন শেরপুর নামে একটি সংগঠন। ‘শহর আমার, দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’ এ শ্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৩ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের শহীদ দারোগালি পৌর পার্ক সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসময় চালানো হয় পরিচ্ছন অভিযান । এসময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম।
পরিস্কার অভিযান শেষে স্মৃতিস্তম্ভের চারপাশে বিভিন্ন ফুলের চারা রোপন করা হয়। পরে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন দেশ গড়ার শপথ গ্রহন করেন।
বিডি ক্লিন শেরপুর জেলা সমন্বয়ক আল আমীন রাজুর সভাপতিত্বে পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, হুইপ আতিক কন্যা ডা. শারমিন অমি প্রমূখ।