ইতিহাসবিদ, মহান শিক্ষক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী পন্ডিত ফসিহুর রহমান স্মরণে শেরপুর পৌরসভার মাধবপুর মহল্লায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেইট এর মোড় হতে খরমপুর মোড় পর্যন্ত “পন্ডিত এফ. রহমান সড়ক” উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির ফলক উম্মোচন করেন।
এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ফলক উম্মোচনের আগে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচলা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ কুমার হোড়, মুক্তিযোদ্ধা মোঃ ফরিদুর রহমান, সাংবাদিক তালাত মাহমুদ, মেরাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পন্ডিত ফসিহুর রহমান ছিলেন একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। তিনি শেরপুর জেলার উপর একটি জারিগান ও বেশ কিছু নাটক রচনা এবং পরিচালনা করেন। এছাড়াও ১৯৯০ সনে তিনি “শেরপুর জেলার অতীত ও বর্তমান” শিরোনামে একটি ইতিহাস গ্রন্থ রচনা করেন।
উল্লেখ্য, মরহুম পন্ডিত ফসিহুর রহমান ১৯৪৯ সন হতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগদান করে ১৯৮৪ সনে অবসর গ্রহণ করেন।