শেরপুরে অসহায় ও পঙ্গু শ্রমিক পরিবারকে অর্থ অনুদান প্রদান করেছে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি (রেজিঃ নং-এস-১১৩৮৭) নামের একটি শ্রমিক সংগঠন । শেরপুর জেলা শাখা আজ ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় ওই সংগঠনের সদস্য কালু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের হাতে অনুদানের ৩ হাজার টাকা তুলে দেন ।
সংগঠন সূত্রে জানা গেছে, নকলা উপজেলার গণপদ্দী গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটির নকলা উপজেলা শাখার সদস্য তিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন।
এতে কালু মিয়ার পরিবারে দেখা দেয় অস্বচ্ছলতা। ওই পরিবারকে আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি নকলা উপ কমিটি ৩ হাজার টাকা ও শেরপুর জেলা শাখা সহ মোট ৬ হাজার টাকা অর্থ অনুদানের টাকা দিয়ে সহায়তা করেন।
অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ বজলুর রশীদ নাহাজ, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, অটো রিক্সা শ্রমিকলীগ শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রুকুন্নজ্জামান আলমগীর, কার্যকরী সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুল আলম সুজন, সহ সাধারণ সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ রাসেল মিয়া প্রমূখ।