নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীকে তার নির্ধারিত সফরসূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এসময় শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদলসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।