মান-অভিমান ভুলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে নৌকা প্রতীকের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন আ’লীগের মনোনয়ন বঞ্চিত সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। আজ দুপুরে ছানু ও তার অনুসারীরা শহরের খরমপুর মোড় থেকে মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর সরকারী কলেজ চত্বরে পথসভার আয়োজন করে।
এসময় প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আ’লীগের সগ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজসহ জেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। ওইসময় রাস্তার দু’পাশে যাতায়াতকারী মানুষের হাতে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের ছবিসহ নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন নেতারা।
পরে শেরপুর সরকারি কলেজ গেইটে আয়োজিত পথসভায় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এসময় বক্তব্যে মনোনয়ন বঞ্চিত সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমাদের ভেতর একটু মান অভিমান ছিলো। কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জননেতা ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৮ তারিখ থেকে আমরা মনে ও প্রাণে নৌকার সমর্থনে কাজ করছি এবং এই আসনে নৌকার বিজয়কে সুনিশ্চিত না করা পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ।