শেরপুরে নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন দোকানে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের কলেজমোড়, নয়ানীবাজার ও গোয়ালপট্টি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, স্যাতস্যাতে পরিবেশ, বিস্ফোরক লাইসেন্স না থাকা ও কার্যকরী অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় শহরের নয়ানীবাজার এলাকার আল আমিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, কলেজ মোড় এলাকার আনিছ এন্টারপ্রাইজকে আড়াই হাজার টাকা ও গোয়ালপট্টি এলাকার শিমলা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় ও অহনা জিন্নাত, সদর থানার এসআই আব্দুল ওয়াদুত, শেরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার হাসেন আলীসহ প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। আমরা শহরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদের প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সাবধান না হলে পরবর্তীতে জরিমানাসহ জেল দেয়া হবে বলে জানান তিনি।