শেরপুরে উপনির্বাচনে অংশগ্রহন করে নির্বাচিত হয়ে আসা এক ইউপি মেম্বারের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৩ মে দুপর ১২ টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় অন্যানের মধ্যে সদর উপজেলা ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম , রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু সহ ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।