শেরপুরে নিবির ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর হজ্ব কাফেলার ওমরাহ হজ্ব যাত্রীদের মাঝে ভিসা ও টিকিট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তন নিসর্গে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
নিবির ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী মোয়াল্লেম ইয়াছিন খান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বেলাল, ফরিদ জোয়ার্দ্দার, এমদাদুল হক মাস্টার, খোরশেদ আলম ইয়াকুব, কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ্ব শফিউল আলম চাঁন।
দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ম্যানেজার হাফেজ মাওলানা শরীফ আফরিদ। অনুষ্ঠানে ওমরাহ গ্রুপের ৫২ জন হজ্বযাত্রীর হাতে পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট তুলে দেওয়া হয়।
ওই ওমরাহ গ্রুপ ২২ মার্চ ভোর সাড়ে ৩টায় পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হবে। অনুষ্ঠান শেষে অতিথিসহ উপস্থিত সকলেই মধ্যাহ্নভোজে অংশ নেন।