শেরপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এসময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে উল্লেখ করে তিনি ব্যবসায়ী মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এনএসআইয়ের উপ-পরিচালক গোলাম কিবরিয়া, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. সুকল্প দাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আসাদুজ্জামান রওশন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন, ব্যবসায়ী নেতা অরুণ কুমার সরকার, কাঁচামাল ব্যবসায়ী নেতা জুলফিকার আলী প্রমুখ।
এতে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।