বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে শেরপুরে। দিনটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোমুিনর রশীদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহাম্মেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অতিথিরা।
কেক কাটার আগে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেন, নিউজ বাংলার খবরের মান অনেক ভালো। আমি নিজে নিউজ বাংলার খবর দেখি। আরো বলেন আমরা আশা করবো নিউজ বাংলায় শেরপুরের খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়। তিনি বলেন, সাদাকে সাদ কালোকে কালো বলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, নিউজ বাংলা গুরুত্বসহকারে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করে থাকে। এ কারণে এ অনলাইনটির পাঠক প্রিয়তা দ্রুত বেড়েছে। তিনি নিউজ বাংলার সকল সাংবাদিকসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন বলেন, নিউজ বাংলার বর্ষ পূর্তিতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করবো নিউজ বাংলা সামনের দিনগুলোতে আরো দায়িত্বশীল ভূমিকা রেখে পাঠক প্রিয়তা আরো বৃদ্ধি করতে সক্ষম হবে।
প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান জানান, নিউজ বাংলার প্রতি আমাদের কামনা থাকবে শেরপুরকে যেনো তারা ভালভাবে তুলে ধরেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত।
উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপিত এডেভােকট রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মোরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এ টেলিভিশনের প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মারুফুর রহমান ফকির, প্রকাশনা সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জুবায়দুল ইসলাম প্রমুখ।