শেরপুরে নারী রক্তদান সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক বিচিত্রা “ফোঁটা”র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (২০ অক্টোবর) শনিবার শহরের আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
শেরপুর নারী রক্তদান সংস্থার আহবায়ক পঞ্চমী দেব রুমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা জয়শ্রী দাস লক্ষী, বাংলাদেশ মানবাধিকার শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুরের নৃত্যগুরু কমল কান্তি পাল, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী, হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটির শেরপুর জেলার আহবায়ক শম্পা দত্ত, শিক্ষিকা করুণা দাস কারুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অজয় চক্রবর্তী জয়, শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম শাওন।
শেরপুরের নারী রক্তদান সংস্থার ফেলো আবুল কালাম আজাদের সার্বিক সহায়তায় ও প্রতিভা নন্দী তিথির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা কলেজের প্রভাষক ও সাংবাদিক মহিউদ্দিন সোহেল, সাংবাদিক তপু সরকার হারুন, ছাত্রলীগ নেতা এড. মেরাজ উদ্দিন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি জাহিদুল খান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক মনির, আমার সময়ের জেলা প্রতিনিধি নাইম ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, গ্র্যাজুয়েট ক্লাবের সভাপতি আল-আমিন রাজু, কবি ব্রিজেট বেবী, কন্ঠশিল্পী রিয়া প্রমুখ।
অনুষ্ঠান শুরুতেই সকল শহীদের ও সদ্য প্রয়াত বাংলাদেশের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু স্বরণে এক মিনিট নিরাপত্তা পালন এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু করা হয়। অনুষ্ঠানে সেরা রক্তদাতাদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।