শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ২০ জন নারী উদ্যোক্তার হাতে ওই সেলাই মেশিনগুলো তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
এসময় বক্তারা সমৃদ্ধ দেশ গড়ায় ও অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও নারীদের জন্য সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহবান জানান। ফ্রিল্যান্সিং ও ই-কমার্স খাতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ ও সম্ভাবনার কথা জানিয়ে এ খাতে সবাইকে এগিয়ে আসার কথা বলেন।