শেরপুরে নারী উদ্যোক্তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধন করা হয়েছে । সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসক ড মল্লিক আনোয়ার হোসেন শেরপুর জেলার ইউ ডি সি সমূহের নারী উদ্যোক্তাদের জন্য আই সি টি ফ্রি ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন কোর্সের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব ২৬ দিন ব্যাপী এই কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর আলম মির্ধা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার সহ প্রশিক্ষক ও বিভিন্ন ইউ ডি সি থেকে আসা নারী উদ্যোক্তারা।
এসময় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও নারীর ক্ষমতায়নে এ কোর্স ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।