শেরপুরে মনোয়ারা বেগম (৫৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার কুমরী কৃষ্ণপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মনোয়ারা বেগম স্থানীয় মোসলেম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শেরপুর সদর উপজেলার কুমরী কৃষ্ণপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে পেটব্যথাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১১টা পর্যন্ত মনোয়ারা ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয়।
পরে কুমরী কৃষ্ণপুর গ্রামের বাড়িসংলগ্ন একটি ঘরের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি দিয়ে মনোয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে দুপুর ১টার দিকে মনোয়ারার ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।
এ ব্যাপারে সদর থানার এসআই মোফাখখির আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।