শেরপুরে জেলা শিল্পকলার আয়োজনে বছর ব্যাপী বাঙালীর নানা কৃষ্টি-কালচার ও ঋতু ভিত্তিক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে নবান্ন উৎসব পালিত হয়েছে।
রোববার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘করোনার বিরুদ্ধে শিল্প-একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন’ এ শ্লোগানকে সামনে রেখে এবারের নবান্ন উৎসবে আবৃত্তি, সঙ্গীত ও মনোজ্ঞ নৃত্যের আয়োজন করা হয়।
এসময় জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। এছাড়া অন্যান্য অতিথি’র মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ জেলা শিল্পকরা একাডেমীর সদস্য ও বিভিন্ন বিভিাগের প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলার নিয়মিত প্রশিক্ষনার্থীরা অংশ নেয়।