শেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ মার্চ শুক্রবার সকালে কালেক্টরেট চত্ত্বরে অস্থায়ী বেদীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে দিবসের সূচনা করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এসময় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।