নানা আয়োজনে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পূষ্প স্তবক অর্পন করে দিনের কর্মসূচীর সূচনা করেন, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
পরে পর্যায়ক্রমে শেরপুর পৌরসভা, জেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহরের চক বজারস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক এবং সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতে একই কর্মসূচি যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে ।