নাগরিক কন্ঠ ও কাজ (সিভিএ), শেরপুরের উদ্যোগে সদর থানা মিলনায়তনে ‘থানায় শিশুবান্ধব কক্ষ এবং শিশুবান্ধব বোর্ড স্থাপন’ বিষয়ক ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সংগঠনের আহ্বায়ক মো. মুগনিউর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
এতে বক্তব্য রাখেন সদর থানার সেকেন্ড অফিসার মো. রবিউল ইসলাম, এসআই মঞ্জুরুল ইসলাম, মো. রুবেল মিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর এপিসির ভারপ্রাপ্ত ম্যানেজার বাবলি রংমা, চাইল্ড প্রটেকশন কর্মকর্তা সায়মন এস সাংমা, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, লিপস মৃ, খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, চাইল্ড ফোরাম শেরপুর সদরের সভাপতি শাহরিয়ার হোসেন শিশির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক কন্ঠ ও কাজ শেরপুরের সদস্য সচিব এমদাদুল হক রিপন। সভায় সদর থানায় শিশু বান্ধব কক্ষসহ শিশু অধিকার সংরক্ষণের বিভিন্ন বিষয়ের উপর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের সহায়তায় ‘সামাজিক নিরাপত্তা বলয় কার্যক্রম’ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নাগরিক কন্ঠ ও কাজ আয়োজিত সভায় সদর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভিডিসি, শিশু ফোরাম ও বিভিন্ন অংশীদার সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সিভিএ কোর টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।