শেরপুরের ঝিনাইগাতী থেকে ঢাকাগামী নাইট কোচে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় জুলহাস নামে এক বাস হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই বাসসহ জুলহাসকে গ্রেফতার করা হয়। জুলহাস শেরপুর সদর উপজেলার তাতালপুর গ্রামের উসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৯জুলাই রাতে মমিন পাগলের দোয়া নামের নাইট কোচে ওই গার্মেন্টস কর্মী গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। বাস ছাড়ার পর থেকেই গার্মেন্টস কর্মীকে বাসের ড্রাইভার ও হেলপার উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে বাসের যাত্রীরা ঘুমিয়ে পড়লে তাকে ধর্ষণের চেষ্টা করে বাসের ড্রাইভার ও হেলপার। পরে রাত ৩টায় তাকে বাস থেকে গাজীপুরে নামিয়ে দেয়া হয়।
পরে মঙ্গলবার (১৬জুলাই) রাতে ওই গার্মেন্টসকর্মী ঝিনাইগাতী থানায় বাসের ড্রাইভার ও হেলপারসহ ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই বাসসহ হেলপার জুলহাসকে গ্রেফতার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গার্মেন্টসকর্মীর অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত জুলহাসকে আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।