শেরপুরে আবুল কাশেম ওরফে আবু মোসাব (২১) নামে এক নব্য জেএমবি সদস্যকে ২১বছরের কারাদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে শেরপুর আদালতের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ নূর ২০০৮ সালের বিস্ফোরক আইনের ৪ ধারায় ১৪ বছর ও ৫ ধারায় ৭ বছর পর্যায়ক্রমে ২১ বছরের কারাদন্ডের এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ডিসেম্বর মাসে ফেসবুকে ২ জন নতুন বন্ধুর প্ররোচনায় বিশেষায়িত মোবাইল এপ্সের মাধ্যমে জঙ্গী কার্যক্রমে লিপ্ত হয় কাশেম। সংগঠনের নির্দেশে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে ভাড়াকৃত বাসায় ১৮টি কন্টেইনার ভর্তি ৫৬৮লিটার তরল বিষ্ফোরক ও একটি খালি কন্টেইনার মজুদ করে সে। গত ৫ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই সমস্ত মালামাল উদ্ধার করে এবং ৭ অক্টোবর মামলা করে পুলিশ। এরপর ২০১৭ সালের ২২ অক্টোবর রবিবার পুলিশের একটি বিশেষ দল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গা এলাকা থেকে কাশেমকে গ্রেফতার করে। কাশেম ১৬৪ ধারায় আদালতের কাছে দোষ স্বীকার করলে দীর্ঘদিন শুনানীর পর আজ ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে আদালতে কাশেমের উপস্থিতিতে এই রায় দেয়া হয়।