শেরপুর জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের পশ্চিম পাশে জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত দৃষ্টিনন্দন জেলা ট্রাফিক অফিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) নবনির্মিত শেরপুর জেলা ট্রাফিক অফিসের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
উদ্বোধন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ট্রাফিক অফিসের পাশে কাঠ বাদাম গাছ চারা রোপণ করেন।
উদ্বোধন উপলক্ষে জেলা ট্রাফিক অফিসের সামনে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয় উপস্থিত হলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান টিআই (প্রশাসন) এস এম আবু ছাঈদ হিরণ।
উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর ট্রাফিকের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।