শেরপুরে জাতীয় ক্ষুদ্র-কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর উদ্যোগে ২০ ডিসেম্বর বুধবার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে “নতুন ব্যবসা তৈরি” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের নিউমার্কেট পৌর ব্যবসায়ী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নাসিবের কেন্দ্রিয় সভাপতি মির্জা নূরল গণী শোভন।
জেলা নাসিবের সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা সাজেদা পারভীন ঝিনুকের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, নাসিবের বিভাগীয় সমন্বয়কারী মো. আঃ হামিদ, জামালপুর জেলার সভাপতি মো. রফিকুল ইসলাম, নারী কাউন্সিলের সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তা তাহমিনা বেগম, ডাঃ সাইদা আক্তার প্রমূখ।