শেরপুরে সদ্য রোপিত ধান ক্ষেত থেকে হাশেম আলী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাশেম আলী শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ডুবারচর এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল (সোমবার) বিকালে হাশেম আলী সদ্যরোপিত নিজ ধানক্ষেতে পানি সেচ দেয়ার জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। রাতে সেচ মেশিনের সাহায্যে ক্ষেতে পানি দিয়ে বাড়ী ফেরার পথে তাকে খুন করা হতে পারে ।
পরে সকাল অবধি বাড়ী না ফিরলেও নিহতের স্বজনরা খোঁজাখোজিঁ করার এক পর্যায়ে তার মরদেহ ধান ক্ষেতে পাওয়া যায় । পরে এই ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং থানায় মামলা দায়ের করা হয়নি।
এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।