শেরপুরে ‘ধর্মীয় সহিষ্ণুতা রক্ষার জন্য সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ঢাকাস্থ কানাডা হাইকমিশনের সহায়তায় ‘নিউজ নেটওয়ার্ক’ নামের একটি সংগঠনের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকালে শহরের হোটেল আয়সার ইন’র কর্নফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় একজন সাংবাদিককে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কাজ করতে হবে। সেক্ষেত্রে ওই প্রশিক্ষণ সাংবাদিকদের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠন নেটওয়ার্কের কর্মসূচি বিশেষজ্ঞ রেজাউল করিম ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। প্রশিক্ষণে শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করছেন। আগামী মঙ্গলবার কর্মশালা শেষ হবে।