করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক নিরাপদ দূরত্ব সুরক্ষায় শেরপুরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট, হাট-বাজার খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছে।
১০ এপ্রিল শুক্রবার জেলা প্রশাসক আনার কলি মাহবুব সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁচাবাজার (পচনশীল) দোকানপাট খোলা থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট (ঔষধের দোকান ও কৃষি পণ্যের দোকান ব্যাতিত) দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।
জেলার সকল হাটাবাজার দুপুর ২টার পর বন্ধ থাকবে। এছাড়াও দোকানের কর্মচারীদের মাস্ক, গ্লাভস ব্যবহার করতে হবে। দোকান ও দোকানের টেবিল পরিস্কার রাখতে হবে।
দোকানের সামনে ১ ঘন্টা পরপর ব্লিচিং পাউডার ছিটাতে হবে এবং ক্রেতাগণের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করা নিশ্চিত করতে হবে দোকানীকে। এবং কেনাকাটার ক্ষেত্রে কমপক্ষে ৩ফুট দূরত্ব বজায় রাখতে হবে।