‘জাগছে নতুন পৃথিবী, উদ্যমী আমরাও’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) সকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এর আগে শেরপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আইনজীবি সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহসভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, মাসুদ হাসান বাদল, রফিক মজিদ, মানিক দত্ত, আসাদুজ্জামান মোরাদ, মহিউদ্দিন সোহেল প্রমুখ।
এতে দৈনিক আমাদের সময়’র নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি এম. সুরুজ্জামান, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি শাকিল মোরাদসহ জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরর্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়’র ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জাহিদুল হক মনির। পরে অতিথিরা উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।