শেরপুরে শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। আজ দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে ও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামের সঞ্চলনায় আসন্ন শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নিয়ে অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) মস্তুফা কামাল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানু উপস্থিত ছিলেন।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্ববৃন্দ ছাড়াও অন্যান্য বক্তারা, শেরপুরে আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তার নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে আসন্ন দূর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন। এসময় পুলিশ সুপার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, জেলায় এবার ১৪৪টি পূজামন্ডবে দূর্গা পূজা পালিত হবে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৬৪ টি, নালিতাবাড়ী উপজেলায় ৩৫ টি, ঝিনাইগাতী উপজেলায় ১৬টি, নকলা উপজেলায় ২০ টি, শ্রীবরদী উপজেলায় ৯ টি পূজা মন্ডবে দূর্গা পূজা পালিত হবে।