নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শেরপুর থেকে তিন দিন যাবত সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শহরের বাগরাকসা ও নবীনগর এলাকাস্থ দু’টি বাস টার্মিনাল থেকেই ঢাকা-শেরপুর ও উত্তরবঙ্গসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝেমধ্যে অটো সিএনজি চলাচল করলেও বুধবার থেকে শ্রমিকরা তাও বন্ধ করে দেয়। বন্ধ হয়ে গেছে প্রাইভেট এম্বুলেন্স সার্ভিস।
এদিকে অভ্যন্তরিণ ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ।