শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষক ফারুক হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের হাতে জনতা দুর্ঘটনা বীমার (পিপিএ) দাবির এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার শেরপুর পৌর ভবনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ বীমা কর্পোরেশন, শেরপুর জেলা শাখার পক্ষ থেকে এই চেক প্রদান করা হয়।
চেকটি হস্তান্তর করেন কর্পোরেশনের ময়মনসিংহ জোনাল কার্য়ালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. হামিদুল হক। এ সময় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, কর্পোরেশনের দাবি বিভাগের উপ-ব্যবস্থাপক মো. খায়রুল আলম ও শেরপুর শাখার ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক খান উপস্থিত ছিলেন।