‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
২৮ মার্চ বুধবার সকালে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
পরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযূষ চন্দ্র সূত্রধর, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেলায় নবদম্পতি, ১-২ সন্তানের দম্পতি এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতাদের নিয়ে ক্যুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।