শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীর পৃথক দুই মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। ২০ জুন বুধবার দুপুরে শেরপুরের চীফ জুডিশিয়াল ও সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পৃথক দুই মামলার জামিন মঞ্জুর করেন।
জানাগেছে, সদর থানা পুলিশ নাশকতা কাজের সাথে জড়িত থাকার সন্দেহে গত ৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শহরের মধ্যশেরীপাড়াস্থ বাসা থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে গ্রেফতার করে। এরপর গত ১৩ জানুয়ারী ওই মামলায় আদালত তাকে জামিন মঞ্জুর করলেও ঝিনাইগাতী উপজেলার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবতর্তিতে সকল মামলায় জামিনে মুক্ত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
উল্লেখিত দুই মামলায় আদালতের নির্দেশ মতে ২০ জুন বুধবার দুপুরে পৃথক ওই দুই মামলায় আদালতে হাজির হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক সুদীপ্ত দাস এবং ঝিনাইগাতি উপজেলার আদালতের এবং সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুন্নেছা তার জামিন মঞ্জুর করেন।