শেরপুর নতুন বাস টার্মিনাল এলাকায় দুই বাসের চাপায় খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ওই টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের মৃত জয়নালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খোদেজা বেগম ছেলের কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে নতুন বাস টার্মিনাল এলাকায় এসেছিলেন। এসময় বাসষ্টেন্ডে এসে সোনার বাংলা নামের দুই বাসের ছায়ার মধ্যে দাড়ালে হঠাৎ একটি বাস চালু করা হলে ওখানেই চাপা পড়ে ওই বৃদ্ধা মারা যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
শেরপুর সদর থানার এসআই মিঠু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোদেজা বেগমের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।