শেরপুরে দুই করোনা রোগী সনাক্তকে কেন্দ্র করে সামাজিক দুরত্ব বজায় রাখতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন । এব্যাপারে আবারো প্রকাশ করেছে গণবিজ্ঞপ্তি । এতে বলা হয়, বিরাজমান নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে কম কম। লক্ষ্য করা যাচ্ছে গ্রামের হাট বাজার গুলোতে অপ্রয়োজনীয় ভীড়। সংগত কারণেই সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন আবারো গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে যা বলা হয় তা নিচে তুলে ধরা হলো।