শেরপুরে দুইশ পিস ইয়াবাসহ ফুলবানু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ফুলবানু বানু নকলা উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ডিসি গেইট এলাকায় গতকাল রাতে শেরপুর সদর থানার এস আই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি অাভিযানিক দল অভিযান চালায়।
এসময় ওই নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশী চালালে তার কাছে ওই ইয়াবা গুলো পাওয়া যায়। এই ঘটনায় মামলার কার্যক্রম শেষে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।