প্রেসরিলিজ : শেরপুর জেলার অরাজনৈতিক সংগঠন “দশকাহন সমাজ উন্নয়ন সংঘ” থেকে করোনাভাইরাস কারনে শেরপুর জেলার ট্রাক ষ্ট্যান্ড,শীতলপুর,নারায়নপুর,শেখ হাটি,কসবা ও পাকুরিয়া ইউনিয়নের খেটে খাওয়া দিনমুজুর অভাব গ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে।।
মোট ৫০ টি পরিবার কে দুই কেজি চাল, হাফ কেজি ডাল,এক কেজি আলু, এক কেজি আটা, ও সাবান প্রদান করা হয়। উক্ত সময়ে সংগঠনের সকল সদস্য উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলার অনুরোধ করে।
দশকাহন ২০১১ সাল থেকে শিক্ষা ও দারিদ্র্যতা নিয়ে শেরপুর জেলায় কাজ করে আসছে।