শেরপুরের শ্রীবর্দীতে মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরন ও শিক্ষামূলক সেমিনার এবং তাদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।
১৩ এপ্রিল শনিবার দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে সেমিনার এবং তাদের সদস্য ষষ্ঠ থেকে দশম শ্রেনী’র ৭৪ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
ডপস এর তিন মাস অন্তর এ শিক্ষা মূলক সেমিনার ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার শ্রীবরর্দী উপজেলার বিভিন্ন স্কুলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপিসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।