শেরপুরের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’ এর বার্ষিক সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বুধবার বিকেলে শহরের গৌরীপুরস্থ ‘ডপস’ শিক্ষার্থী ম্যাস এ ইফতার এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব উল আহসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও বিশিষ্ট কবি হাসান শরাফত। অনুষ্ঠানে অতিথিরা পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘ডপস’কে নিয়ে ইতিবাচক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
একটা স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ কর্মকর্তাগণ ও অঞ্চলের গুণিজনদের উপস্থিতি সত্যিই চলার পথে অনেক অনুপ্রেরণা যোগায়। যা আমাদের কাজের গতিকে কয়েকগুণ বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি।
তিনি আরো বলেন, আমরা ডপস পরিবার শেরপুরের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজে সবসময় বদ্ধপরিকর। সমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে যাবতীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও দারিদ্র বিমোচনের মধ্য দিয়ে শেরপুর জেলাকে বাংলাদেশের বুকে অনন্য জেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ।